পশ্চিম মেদিনীপুরে ভয়াবহ আগুনে ভষ্মিভূত কাজু কারখানা
HnExpress নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : ভোর রাতের আগুনে ভস্মিভুত কারখানা। কি কারণে অাগুন লাগল জানা যায়নি। রবিবার ভোর রাতে প্রায় ১.৩০ নাগাদ আগুন লাগে। খড়্গপুর মেদিনীপুর কাঁথি ও এগরা থেকে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে প্রায় ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।সর্বমঙ্গলা ক্যাসিউ ফ্যাক্টরি তে বহুমূল্য যন্ত্র এবং কয়েক লক্ষ টাকার কাজু মজুত ছিল। ঘটনায় পুড়ে ছারখার হয়ে যায় সবকিছু। কালো ধোঁয়া তে ভরে যায় এলাকা। আগুনের তীব্রতা বেশি থাকায় কারখানার একাংশ ভেঙে পড়তে থাকে।কারখানার মালিক ব্রজগোপাল ঘোষাল জানিয়েছেন-“রাত ১ টা ৩০ মিনিটে খবর পাই কারখানায় আগুন লেগেছে তারপর স্থানীয় কয়েকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি এবং দমকলে ফোন করা হলে দমকলে প্রায় ৫ টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় ৫ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। “শর্ট সার্কিট নাকি কারখানার কাজু প্রক্রিয়াকরণের মেশিন থেকে আগুন লাগে তা জানা যায়নি।কারখানার মালিক জানিয়েছেন-“এখনো পর্যন্ত বুঝতে পারছি না কি কারণে আগুন লেগেছে?তবে কারখানার সমস্ত কিছু ঠিকঠাক আছে।তবে যতদিন পর্যন্ত না কারখানার মেরামত হচ্ছে ততদিন কারখানা বন্ধ থাকবে।”এই ঘটনার পর কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।