বাংলার কর্মী – সমর্থকদের সাহস জোগাতে কলকাতায় আগমন নরেন্দ্র মোদির
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ আগামী ৩রা এপ্রিল, বুধবার পশ্চিমবঙ্গ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্র মোদী। আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে শিলিগুড়ি ও কলকাতার বিজেপির সভায় বক্তব্য রাখবেন তিনি। সাথে বাংলার মাটিতে নিজের শেকড় ভীত শক্ত করার অভিপ্রায়ে চৈত্র মাসের প্রবল দাবদাহ থেকে কর্মী সমর্থকদের রক্ষা করতে গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সামিয়ানা দিয়ে ঢেকে ফেলা হবে বলে সুত্রের খবর। এদিন ব্রিগেডে প্রায় ১০ লক্ষ লোক জমায়েতের লক্ষ্যমাত্রা রেখেছেন দিলীপ ঘোষ।
বিশেষ আবেদন ঃ
আমরা আরও চমকপ্রদ খবরের সম্ভার নিয়ে হাজির আপনাদের কাছে। তাই নানা ধরনের সত্যনিষ্ঠ খবরের নিত্য নতুন আপডেট পেতে হলে জুরে থাকুন আমাদের সাথে, আর চোখ রাখুন আমাদের ডিজিটাল মিডিয়ার পাতায় এবং অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে। “Highlight News Express, জনগণের সাথে, জনগণের পাশে”