আউসগ্রাম ২ নং ব্লক তৃনমূল কংগ্রেসের ডাকে অভিরামপুর অনুষ্ঠিত সুদ্ধিকরন যাত্রা
Advertisements
HnExpress রাহুল রায়, পূর্ব বর্ধমান : ১২৫ টি খোল ও ২৫০ টি করতাল দিয়ে হরিনাম এর মাধ্যমে প্রায় ১০০০ মানুষ পা মেলান এই শুদ্ধিকরণ পদযাত্রাতে। এই যাত্রা তে আউসগ্রাম ২ নং অঞ্চলের ৭ টি অঞ্চলের মানুষ পা মেলান।
উপস্থিত ছিলেন আউসগ্রাম ২ নং ব্লকের তৃনমুল কংগ্রেস সভাপতি রামকৃষ্ণ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি সেক হায়দার আলি, এড়াল অঞ্চলের নেতা উজ্জ্বল পাল সহ বিশিষ্ট জনেরা। আগামী ২০১৯ বিজেপি হয়ে যাবে ফিনিশ এই বার্তা তুলে দেন দলীয় নেতারা আজকের এই শুদ্ধিকরণ যাত্রা থেকে।
Advertisements