অসুস্থ বীজপুরের বিধায়ক শুভ্রাংশু

HnExpress দেবাশিস রায়, বীজপুর : বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় গুরুতর অসুস্থ। গতকাল রাতে তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে। জানা গেছে, গতকাল কিডনির সমস্যায় বেশ কিছুদিন ধরেই ভুগছেন তিনি। তাঁর অবস্থা অনেকটাই সংকটজনক বলে বিশেষ সূত্রের খবর। নার্সিংহোমের ডাক্তাররা তাঁকে ২৪ ঘণ্টা দেখভাল করছেন।
প্রসঙ্গত, আজ ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে শুভ্রাংশুর যাওয়ার কথা ছিল। এজন্য কাঁচরাপাড়া কলেজে ছাত্রদের জমায়েতেও সম্প্রতি হাজির থেকে তাদের মনোবল বাড়ান তিনি। কিন্তু তা আর সম্ভব হল না। তাঁর অনুগামীরাও ওই সমাবেশের পরিবর্তে ভিড় জমিয়েছেন নার্সিংহোমে।

তাঁদের একটাই প্রার্থনা হাপুনদা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, বেলেঘাটার বিধায়ক সুজিত বসু তাঁকে অ্যাপোলো নার্সিংহোমে এসে দেখে গেছেন। এখনও শুভ্রাংশু-র শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েই গেছে।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: