অসমে বাঙালি খুনের প্রতিবাদে বীজপুরে বামেদের মিছিল

HnExpress দেবাশিস রায় ও চিরঞ্জিৎ চক্রবর্তী, বীজপুর : অসমে বিজেপি পরিচালিত সরকারের অধীনে আক্রান্ত বাঙালি। পাঁচটি তরতাজা প্রাণ কেড়ে নিয়ে অপরাধীরা। এর প্রতিবাদে ৩ নভেম্বর, শনিবার প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিল সিপিএম-এর কাঁচরাপাড়া ও হালিশহর দুটি এরিয়া কমিটি।

কাঁচরাপাড়া পুরসভার সামনে থেকে কলেজ মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে কাঁচরাপাড়া এরিয়া কমিটি। নেতৃত্ব দেন দেবাশিস রক্ষিত। পাশাপাশি হালিশহর এরিয়া কমিটি বলিদাঘাটা থেকে স্টেশন রোডের চৌমাথা অবধি প্রতিবাদ মিছিল করে। নেতৃত্ব দেন গোলাপ চৌহান।

দুটি মিছিলেই বামমনস্ক মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যা দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। তবে কি বামেদের পালে ফের হাওয়া লাগতে শুরু করেছে! প্রশ্ন রাজনৈতিক মহলের।
প্রসঙ্গত, এর কদিন আগেই দুটি এলাকাতেই পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ অবস্থান করেন বামপন্থীরা। তার আগেই ডেঙ্গু প্রতিরোধে কাঁচরাপাড়া পুরসভায় স্মারকলিপি দেওয়া হয় কাঁচরাপাড়া এরিয়া কমিটি থেকে।

1 thought on “অসমে বাঙালি খুনের প্রতিবাদে বীজপুরে বামেদের মিছিল

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: