অসতর্কতার কারণে গুলি ছিটকে মৃত্যু মহিলা হোমগার্ডের

0

HnExpress সুদীপ ঘোষ কৃষ্ণনগর,নাদিয়া : সহকর্মীর বন্দুক থেকে গুলি ছিটকে মৃত্যু হল এক মহিলা হোমগার্ডের। মৃতের নাম দেবশ্রী ঘোষ(৩৪)। নদিয়া পুলিশ লাইনের ঘটনা।গতবছর হোমগার্ড হিসেবে পুলিশে যোগ দেন শান্তিপুরের দেবশ্রী ঘোষ। প্রথমে চোপড়া থানায় কর্তব্যরত ছিলেন তিনি। একমাস আগে তাঁকে নদিয়া পুলিশ লাইনে বদলি করা হয়। গতকাল সকালে পুলিশ লাইনে কয়েকজন হোমগার্ড বন্দুকে গুলি ভরছিলেন। ওই সময় মিঠুন মীর নামে এক হোমগার্ডের বন্দুকের ট্রিগারে চাপ পড়ে গুলি বেরিয়ে আসে। গুলির আঘাতে গুরুতর আহত হন দেবশ্রী ঘোষ।

শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। নদিয়ার পুলিশ সুপার রূপেশ কুমার জানান, এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। ভুলবশত বন্দুক থেকে গুলি বেরিয়ে যায়। তবে এর পেছনে অন্য কোনও কারণ আছে কি না, তা তদন্ত করা হবে। মিঠুন মীরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Leave a Reply

%d bloggers like this: