অমৃতলোকে পাড়ি দিলেন স্বনামধন্য চিত্র তারকা চিন্ময় রায়

HnExpress, ইন্দ্রাণী সেনগু, কলকাতা ঃ ২০১৮ সাল থেকে ২০১৯ এর শুরুতেই বাংলার চলচ্চিত্র তথা বিনোদন জগতের টলিউড খ্যাতনামা বহু সুবর্ণখচিত তারকাগণকে হারিয়েছে বাংলার মানুষ। আর গতকাল রাত প্রায় ১০ঃ১০ মিনিট নাগাদ বাংলা চলচ্চিত্র জগতের আরেক স্বনামধন্য চিত্র তারকা চিন্ময় রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যু কালীন তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। বাংলার চলচ্চিত্র জগতের ইতিহাসে এক স্বর্ণালী যুগের সাক্ষী ছিলেন তিনি। সেই পর্দার হাস্যরসে ভরা টেনিদা আজ আর নেই। তবে সব বাঙালির হৃদয়েই চিন্ময় রায় ছিলেন, আছেন আর চিরদিন থাকবেন।

পারিবারিক সূত্রের খবর, নিজের বাড়িতেই বার্ধক্যজনিত কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান চিন্ময় রায়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অন্যদিকে চিন্ময় রায়ের ম্যানেজারের স্মৃতিচারণে, “রবিবার রাতে চলে গেলেন চিন্ময়দা। ছাদ থেকে পড়ে যাওয়ার পর থেকেই অসম্ভব শারীরিক কষ্টে ভুগছিলেন। আমি ওঁনার শেষ বয়সের দুঃখ কষ্টের সঙ্গী ছিলাম, দীর্ঘ আট বছর দাদার সঙ্গে ছিলাম আমি।” চিন্ময় রায়ের স্ত্রী গত হয়েছেন অনেক দিন আগেই। পরিবার বলতে রয়েছেন তাঁর এক মেয়ে এবং এক ছেলে। মেয়ে থাকেন চেন্নাইতে। সুত্রের খবর, তিনি কলকাতায় আসার পরেই চিন্ময়বাবুর শেষকৃত্য সম্পন্ন হবে।

ছোটবেলা থেকেই বলতে গেলে প্রায় সব বাঙালিরই বাংলা ছায়াছবির সবথেকে পছন্দের অভিনেতা ছিলেন উত্তম কুমার, তরুণ কুমার, জহর রায়, ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ, চিন্ময় রায় প্রমুখ। আজ সেই চিন্ময় রায়ের অনুপস্থিতিতে বিশাল ক্ষতি হয়ে গেল বাংলা চলচ্চিত্র জগতের। মূলত কমেডিয়ান চরিত্রেই অভিনয় করতেন তিনি, তবে অন্যান্য অনেক ধরনের চরিত্রেও তিনি অভিনয় করেছেন। যিনি বিনোদন জগতে কাজ করে বহু মানুষকে তাঁর অভিনয়ের দক্ষতা দিয়ে হাসাতে সক্ষম হয়ে ছিলেন, সদা হাস্যময় ও অমায়িক চরিত্রের সেই মানুষটি আজ সবাইকে কাঁদিয়ে পাড়ি দিলেন অমৃতলোকে।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: