January 15, 2025

অভিনেতা মৃণাল মুখোপাধ্যায় পাড়ি দিলেন অমৃতলোকে

0
Advertisements

HnExpress বিশেষ প্রতিবেদন, কলকাতা ঃ আবারও শোকের ছায়া নেমে এল বাংলার বিনোদন জগতে। আবারও ইন্দ্রপতন ঘটল টলিউড খ্যাত, স্বনামধন্য অভিনেতা মৃণাল মুখোপাধ্যায় এর আকস্মিক মৃত্যুতে। বহু বছর ধরেই ক্যান্সার নামক মারণ রোগের সাথে হাসি মুখেই তাঁর লড়াই চালিয়ে যাচ্ছিলেন। সম্প্রতি তিনি জন্ডিস রোগেও আক্রান্ত হন। এত কষ্টের পরেও তিনি বিনোদন জগতে তাঁর অবদান অক্ষত রেখে গেছেন তাঁর অসামান্য অভিনয়ের দক্ষতা দিয়ে। ইদানীং বার্দ্ধক্য জনিত কারণে খুবই অসুস্থ ছিলেন তিনি। যার দরুন তাঁকে গতকাল শহরের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আর আজ দুপুর নাগাদ সেই বেসরকারি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিনোদন জগতের প্রতিভাবান অভিনেতা।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭২ বছর। মূলত পাঁচের দশকেরও বেশি সময় ধরে বড়পর্দা, ছোটোপর্দা ও রেডিও নাটকেও অভিনয়ের দক্ষতায় মন জয় করে এসেছেন প্রবীণ থেকে নবীন সকল দর্শকের। তপন সিংহ সহ বাংলার প্রায় সব স্বনামধন্য ও খ্যাতনামা চিত্র পরিচালকদের ছবিতে চুটিয়ে অভিনয় করে গেছেন তিনি। এছাড়াও তিনি বহু দিন ধরেই যুক্ত ছিলেন বাংলা থিয়েটার জগতের সাথেও।

তাঁর বহু অভিনীত ছবির মধ্যে শেষ অভিনীত ছবি গুলোর ভিতর রয়েছে অঞ্জন দত্তের পরিচালিত ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’। অন্যদিকে তাঁর একমাত্র কন্যা জোজো মুখোপাধ্যায় আজ সঙ্গীত জগতের এক প্রথিতযশা শিল্পী। তাই এক কথায় বলা যায় বাবার সুযোগ্যা সন্তান জোজো। আজ সেই গর্বিত পিতার অকাল প্রয়াণে কন্যার দু’চোখে ভেসে উঠল অভিভাবকহীন হওয়ার এক তীব্র যন্ত্রণা।

Advertisements

Leave a Reply