অভিনব প্রদর্শনী জাতীয় স্বীকৃতিপ্রাপ্ত ডাককর্মীর

0

HnExpress সম্রাট গুপ্ত, কলকাতা : পেশায় ডাককর্মী। নেশায় শিল্পী দেবাশিস সরকার।
প্রথাগত শিল্প নয়, একটু অন্যরকম ঘরানার শিল্প। যার জেরে পেয়েছেন কেন্দ্রের স্বীকৃতি। মঙ্গলবার থেকে গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় শুরু হবে তাঁর চার দিনের প্রদর্শনী।

নিজস্ব চিত্র।

দেবাশিসবাবুর আদি বাড়ি বনগাঁয়। আর্ট কলেজের ছায়া মাড়াননি, কিন্তু কুড়ে কুড়ে খেত সৃষ্টির তাড়না। স্নাতক হওয়ার পর নৌবাহিনীতে কাজ করেছেন আবহাওয়াবিদ হিসাবে প্রায় দেড় যুগ। কখনও কোচিন, বিশাখাপতনম, কখনও মুম্বাইয়ে। কাগজ কেটে এক রকম শিল্প করতেন। এর পর ঝুঁকলেন কুইলিংয়ে। এটা হল একটু অন্যরকম শিল্প। সরু কাগজ পাকিয়ে, হাতের কৌশলে একটা নির্দিষ্ট আদল দেওয়া। তাঁর কথায়, “নেটে দেখেছি এগুলি সাধারণত ফুল-পাতা-কানের দুলে আটকে থাকে। আমি পরীক্ষামূলকভাবে অন্য অনেক কিছুই তৈরি করছিলাম।“

নিজস্ব চিত্র।

২০০৯-এ নৌবাহিনী ছেড়ে দেন দেবাশিসবাবু। সর্বভারতীয় পরীক্ষা দিয়ে ডাক সহকারীর কাজ পান। যোগ দেন ২০১১-তে। এখন বারাসত ডিভিশনের বাদু সাব অফিসে আছেন। ‘প্রবাসী ভারতীয় দিবস‘ উপলক্ষে লোগো প্রতিযোগিতায় বিজয়ী হন ২০১৬-র আগস্টে। কেন্দ্রীয় সরকার জাতীয় স্তরে সেই লোগো গ্রহণ করে।

নিজস্ব চিত্র।

সাদা বা হাল্কা রঙের কাগজ কেটে বিশেষ আদল দিয়ে কালো কাগজের ওপর লাগালে ফুটে ওঠে হরেক রকম ছবি। এটা জাপানি শিল্প ‘কিরিগামী’। এর সঙ্গে কুইলিং মিশিয়ে প্রচুর শিল্পকর্ম করেছেন দেবাশিসবাবু। এ রকম ৩৬টি শিল্প নিয়ে হবে তাঁর চার দিনের প্রদর্শনী।

নিজস্ব চিত্র।

মঙ্গলবার বিকেলে গগনেন্দ্র শিল্পপ্রদর্শশালার দ্বিতীয় তলে প্রদর্শনীর উদ্বোধন করবেন ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ড্রাফট্সম্যানশিপের পেন্টিং বিভাগের প্রধান তন্ময় মৃধা।

Leave a Reply

%d bloggers like this: