অব্যাহত বালি মাফিয়া রাজ

HnExpress বিশেষ প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুরের উড়িয়াসাই গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর থেকে একটু এগিয়ে আসলে নিশ্চিন্তপুর, তারপর হিজলকোলা। নিশ্চিন্তপুর আর হিজলকোলা গ্রামের মাঝ বরাবর কুবাই নদী নিত্য বহমান ।

নদীর গর্ভে দুই গ্রামের বাস। নদী প্রাকৃতিক সম্পদ গ্রামকে উজাড় করে দিয়েছে। দুই চরে কাজু বাদামের গাছ আর বালির অফুরন্ত ভান্ডার। কিন্তু সেই বালি অবৈধভাবে নিয়ে আজ অনেকে চতুর্থ তলের ইমারত গড়েছে। অবৈধভাবে নদী থেকে বালি তুলে আজ নদী তার নাব্যতা হারিয়েছে। পরিবেশের ভারসাম্য আজ অস্তিত্ব সংকটের দোরগোড়ায়। তবে সুত্রের খবর, স্থানীয় প্রশাসন পঙু ও ঠুঁটো জগন্নাথ। ভুমি দপ্তর এর কোনো আধিকারিকই কোন ব্যবস্থা গ্রহন করেননি এখনো অব্দি। এইদিকে অবৈধভাবে বালি উত্তোলন অব্যাহত।এলাকায় কান পাতলে বালির হিসসা বা ভাষাকে একটু জামা পরালে দাঁড়াই ঘুষ বা উৎকোচ যা বন্টন হয়ে যায় ভুমি দপ্তরের আধিকারিক, কর্মী ও কর্তাদের পকেটে। আর এই কারনেই হয়তো কেউ জানেনা কবে বন্ধ হবে এই মাফিয়া রাজ।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: