অবৈধ মদ বিক্রির সাথে জরিত এক সিভিক ভলেন্টিয়ার্সকে গ্রেফতার করল রায়দীঘি থানা
HnExpress নিজস্ব প্রতিনিধি, রাইদীঘি : অবৈধ মদ বিক্রি চক্রের সঙ্গে জড়িত থাকায় গ্রেফতার এক সিভিক ভলেন্টিয়ার্সকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দীঘি থানা এলাকায়। ধৃতের নাম বাঁশিনাথ গায়েন ও মনিরাজ হালদার। সুত্রের খবর, গত শুক্রবার রাতে বাঁশিনাথ গায়েন নামে ঢোলাহাট থানার ওই সিভিক ভলেন্টিয়ার্স, মদ পাচারের সময় হাতে নাতে ধরা পড়ে যায় রায়দীঘি থানার পুলিশের জালে। ধৃতদের বাড়ি হল আবাদ ভগবানপুর অঞ্চলের বলরামপুর গ্রাম এবং মনিরাজ হালদারের বাড়ি রায়দীঘি থানার কৌতলা অঞ্চলের ইস্তারান পুর গ্রামে।
সূত্রের খবর অনুযায়ী, দীর্ঘদিন যাবৎ বাঁশিনাথ গায়েন ও মনিরাজ হালদার এই সমস্ত এলাকায় অবৈধভাবে মদ বিক্রি করছিল। এই এলাকার বাসিন্দারা বহুবার অভিযোগ করেও কোন সুরাহা করতে পারেননি।
শুক্রবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়েই রায়দীঘি থানার পুলিশ গ্রেপ্তার করে ওই দুজন অভিযুক্তকে। তবে শনিবার সকালে রায়দীঘি থানার ওসি ওই চক্রের সাথে যুক্ত সিভিক ভলেন্টিয়ারের নামে হালকা পাতলা একটা অভিযোগ দায়ের করে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে। ওসি দেবাশিষ রায়ের কাছে এব্যাপারে জানতে চাইলে তিনি সিভিক ভলেন্টিয়ার্স এর নাম তো বলেনইনি এবং অস্বীকারও করেন যে কোন সিভিকই নাকি গ্রেফতার হয়নি।
অন্যদিকে পরবর্তী সময়ে ওই সিভিককে ডায়মন্ড হারবার আদালতে তোলার জন্য নিয়ে যাওয়া হয় অন্য ভাবে। কিন্তু ঠিক কি কারনে সিভিককে গ্রেফতার করা হলো সেটা রায়দীঘি থানার আধিকারিক সাংবাদিকদের বলতে রাজি হননি। এদিকে স্থানীয়দের ক্ষোভ ওই সিভিক ভলেন্টিয়ার্স এর প্রতি, তারা জানান বাঁশিনাথের শ্বশুরকে মদ এনে দিত এই ভলেন্টিয়ার্স, আর তার প্রতিবন্ধী শ্বশুর দোকানে বসে সেই মদ বিক্রি করত।