অবশেষে মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করল রাষ্ট্রসংঘ

0

HnExpress ওয়েবডেক্স নিউজ ঃ শেষ পর্যন্ত চেষ্টা করেও ব্যার্থ হলো চীন, ভারতের আবেদনে সারা দিয়ে গোটা বিশ্ব পাকিস্তানের মোদতপুস্ট তথা জইস-ই-মোহাম্মদ জঙ্গি সংগঠনের প্রধান মাসুদ আজহারকে বুধবার আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করলো রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন টুইট করে গোটা দেশবাসীকে এই খবর জানিয়েছেন।

ভারতের বুকে একাধিক নাশকতার কারিগর জইশ-ই-মহম্মদ প্রতিষ্ঠাতা মাসুদ আজহার ‘বিশ্ব সন্ত্রাসবাদী’ ঘোষিত হওয়ার কৃতিত্ব কি তাহলে নরেন্দ্র মোদির? মাসুদ আজহার এখন আন্তর্জাতিক সন্ত্রাসবাদী। ভারত নিরাপদ হাতেই আছে। এটা প্রধানমন্ত্রীর বিদেশনীতির বিরাট সাফল্যকেই তুলে ধরছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মাসুদকে বহুদিনের চেষ্টার পর শেষমেষ রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করতে পারাকে ভারতের বিরাট কূটনৈতিক জয় হিসেবেই ধরে নেওয়া হচ্ছে।

লোকসভা ভোট মাথায় রেখে যদিও বিজেপি এই নির্বাচনে জাতীয়তাবাদ, দেশের সুরক্ষাকে বড় ইস্যু করেছে। এবার মাসুদকে আজকের তকমা দেওয়াকেও তারা কাজে লাগাবে বলে মনে করছে রাজনৈতিক অভিজ্ঞ মহল। বিজেপি সভাপতি অমিত শাহ’র মতে, এই জন্যই ভারতে একজন শক্তিশালী, নির্ধারক নেতা চাই। নরেন্দ্র মোদি ও তাঁর কূটনৈতিক চেষ্টার ফলেই মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণা করা গেল। সন্ত্রাসবাদের প্রতি প্রধানমন্ত্রী মোদির জিরো টলারেন্স বা বিন্দুমাত্র সহ্য না করার দায়বদ্ধতাই ফুটে উঠল।

কংগ্রেস নেতা শশী তারুর সহ বেশ কয়েকজন বিরোধী নেতার মতে মাসুদ আজহারের বিরুদ্ধে ব্যবস্থা হলেও পুলওয়ামা হামলা ও কাশ্মীরে সন্ত্রাসের প্রসঙ্গ রাষ্ট্রপুঞ্জের বাদ দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করেন। তারুর বলেন, মাসুদকে যদি অবশেষে পুলওয়ামার জন্য কালো তালিকাভুক্ত না হয়ে থাকে, তবে নিশ্চয়ই তার আগের অপরাধগুলোর জন্য হয়েছে। তবে চিন কি মনে করছে, মাসুদকে ১০ বছর ধরে আড়াল করে ভুল করেছে, সে পুলওয়ামার আগেও সন্ত্রাসবাদী ছিল?

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ট্যুইট করেন, এটা কি সত্যি যে, পুলওয়ামা ও কাশ্মীরে সন্ত্রাস সংক্রান্ত যাবতীয় উল্লেখ বাদ দেওয়ার ফলেই মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী বলে তালিকাভুক্ত করা হয়েছে?
সমাজবাদী পার্টি সভাপতি অখিলেশ যাদবও ভারতীয় কূটনৈতিক বাহিনীকে তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে ‘বিরাট জয়’ পাওয়ায় অভিনন্দন জানান। বলেন, আমাদের দাবি, এবার পাকিস্তান ওকে গ্রেফতার করে সব সম্পত্তি বাজেয়াপ্ত করুক, ওর সঙ্গে যুক্ত সব গোষ্ঠীকে ধ্বংস করা হোক।

Leave a Reply

%d bloggers like this: