জামালপুর নেতাজী ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো কৃষি মেলা

0

HnExpress রাহুল রায়, পূর্ব বর্ধমান : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায়ে জামালপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় জামালপুর নেতাজী ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো কৃষি মেলা। কৃষি মেলা উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। প্রদীপ জ্বালিয়ে কৃষি মেলা উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অসীমা পাত্র।

এই কৃষি মেলায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অসীমা পাত্র, সাংসদ সুনীল কুমার মন্ডল, মেমারীর বিধায়ীকা নার্গিস বেগম, জামালপুর এর প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামানিক, বিশিষ্ট শিশু সাহিত্যিক সুনীতি মূখোপ্যাধায়, জামালপুরে বিডিও সুব্রত মল্লিক, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন, সহসভাপতি দেবু হেমব্রম, এডিএ সঞ্জিবুল ইসলাম সহ প্রমুখ। প্রতিদিন এখানে রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।

আর এই কৃষি মেলা চলবে ১৩ই ডিসেম্বর পর্যন্ত। এবারের কৃষি মেলায় ২০ টি স্টল রয়েছে বলে মেলা কমিটির পক্ষ থেকে জানা যায়।

Leave a Reply

%d bloggers like this: