অনাস্থা প্রত্যাহার করলেন বিক্ষুব্ধ কাউন্সিলররা : ব্রেকিং নিউজ

HnExpress দেবাশিস রায়, হালিশহর : অবশেষে জেলা নেতৃত্বের চাপের কাছে নতি স্বীকার করলেন হালিশহর পুরসভার বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলররা। জানা গেছে, গত পরশু অর্থাৎ ২৬ সেপ্টেম্বর, বুধবার তাঁরা পুরপ্রধান অংশুমান রায়ের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছেন। ইতিমধ্যে ওই কাউন্সিলররা এসডিও, পুরসভার ইও, পুরপ্রধান এবং জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে অনাস্থা প্রত্যাহারের চিঠির কপি পাঠিয়েছেন।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর হালিশহর পুরসভার প্রধান অংশুমান রায়ের বিরুদ্ধে অনাস্থার চিঠি দেন ১১ জন কাউন্সিলর। আর তাতেই হইচই পড়ে যায় এলাকা ও জেলাস্তরে। এরও আগে ১০ সেপ্টেম্বর পুরপ্রধানের ঘরের সামনে বিক্ষোভও দেখান এই কাউন্সিলররা। তাঁদের অভিযোগ, পুরপ্রধান কাউন্সিলরদের গুরুত্ব দেন না। দাম্ভিকতায় ভোগেন। প্রসঙ্গত, পুরপ্রধান হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতিও বটে।

পরের রবিবার, ২৩ সেপ্টেম্বর ওই বিক্ষুব্ধ কাউন্সিলরদের ডেকে পাঠান জেলা সভাপতি। সূত্রের খবর, সব শুনে জেলা সভাপতি পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থার বিষয়ে যথেষ্টই ক্ষুব্ধ। তিনি কাউন্সিলরদের মিলেমিশে দলের কাজ করার আহ্বান জানান। ব্যর্থ মনোরথেই ফিরতে হয়েছে অনাস্থা প্রস্তাব আনা হালিশহরের কাউন্সিলরদের।

যদিকও এদিন অনাস্থা প্রত্যাহার বিষয়ে বিক্ষুব্ধ কাউন্সিলরদের কোনও মতামত জানা যায়নি। তবে খোদ পুরপ্রধান অংশুমান রায় জানিয়েছেন, তিনি পুরসভা সূত্রে অনাস্থা প্রত্যাহারের চিঠি পেয়েছেন। এদিকে বিশেষ সূত্রের খবর, আগামী ২ অক্টোবর জেলা সভাপতি ফের আলোচনায় বসবেন বিক্ষুব্ধ কাউন্সিলরদের নিয়ে।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: