November 11, 2024

অতিরিক্ত ট্রেনের সুবিধা এবার পূর্বরেলে

1
Advertisements

HnExpress দেবনাথ চক্রবর্তী, কলকাতা : বাংলার প্রধান উৎসব বলে পরিচিত দুর্গোৎসব হতে না হতেই সারা বাংলা জুড়ে শুরু হতে চলেছে শ্যামা পুজো। চলছে তার প্রস্তুতিও। দেশ জুড়ে যদিও উৎসবটি আলঙ্কারিকভাবে আতস উৎসব বা দীপাবলী নামেই খ্যাত। এই আলোর উৎসব বা শ্যামা পুজো নিয়ে দেশবাসী তথা রাজ্যবাসীর উৎসাহের সীমা নেই। বড় বড় উদ্যোক্তাদের একটাই লক্ষ্য থাকে দর্শক টানার। প্রতিযোগিতা চলে বিস্তর।

মূলত উত্তর চব্বিশ পরগণার বারাসাত, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি প্রভৃতি বেশ কয়েকটি জনপদ জুড়ে এই উৎসবের আধিক্য সবথেকে বেশি। তিন থেকে চারদিন লাখো লাখো মানুষের ভিড়ে জমজমাট হয়ে ওঠে প্রাঙ্গণ এবং জনপদ।

দর্শনার্থীদের মধ্যে এই উৎসবের আলোড়ন এতটাই বেশি থাকে যে প্রতিমা দর্শন করতে রাতভোর হয়ে যায়। তাঁদের সুবিধার্থে পূর্ব রেলওয়ে ঘোষণা করলো ৪ টি বিশেষ ট্রেন। সারারাত তাঁরা এই সুবিধা পাবেন ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত। শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বারাসাত সহ দক্ষিনে বারুইপুর পর্যন্ত বিশেষ ট্রেন পাওয়া যাবে। স্কুল , কলেজ, অফিস ছুটি থাকার কারণে সাধারণ অন্য দিনের তুলনায় বেশকিছু দৈনিক ট্রেন বাতিল থাকবে বলেও জানানো হয়েছে পূর্বরেলের পক্ষ থেকে। আলোর উৎসবে মানুষকে সুবিধা দানের মধ্যেও থাকে ঝুঁকি। তাই প্রশাসনিকভাবেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

Advertisements

1 thought on “অতিরিক্ত ট্রেনের সুবিধা এবার পূর্বরেলে

Leave a Reply