নিউ বারাকপুরে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

0

HnExpress অলোক আচার্য, নিউবারাকপুর : উত্তর ২৪ পরগণা জেলার নিউবারাকপুর পৌরসভার অন্তর্গৃহ ২০ নং ওয়ার্ডের পশ্চিম কোদালিয়া কলেজ রোডের পার্ক সংলগ্ন ঝিলে আজ সকালে এক যুবকের মৃতদেহ জলে ভাসতে দেখেন এলাকার কিছু বাসিন্দারা। খবর পেয়েই নিউ বারাকপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝিল থেকে সেই অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে আজ সকাল প্রায় ৮টা নাগাদ থানায় খবর আসে ঝিলে একটি বডি ভাসছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্যারাকপুর বি এন বোস হাসপাতালে পাঠিয়ে দেন। এই অজ্ঞতা পরিচয় যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। খালি গায়ে পরনে লাল রঙের হাফ প্যান্ট। সারা গায়ে মাথায় কাদামাটি মাখা। পুলিশের অনুমান জলে স্নান করতে গিয়ে ঝিলে ডুবে মারা গিয়েছে।

তবে স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন ইনি এই এলাকার ছেলে নয়। সারা শরীরে তার কাদামাটি মাখানো। সাথে নাক দিয়ে রক্ত বেরিয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত পরিষ্কার করে কিছুই বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। এটা খুন না জলে ডুবে মৃত্যু?নাকি কেউ মেরে ফেলে দিয়েছে এলাকায়? স্বভাবতই প্রশ্ন সকলের মনে। যদিও এলাকার বাসিন্দারা পরিষ্কার করে বলতে পারছেন না কিছুই। এখানে আগে একটা পুকুর ছিল। পরে স্হানীয় পুরসভা এলাকার সৌন্দর্যায়ন ও আলোকিতকরন করে নবরুপে আচার্য প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয় সংলগ্ন ঝিলে পার্ক একটি উদ্বোধন করা হয়। এর আগেও ঝিলে চৈত্র মাসে এমন বহু মৃতদেহ পাওয়া গিয়েছিল বলে সুত্রের খবর। আজ সকালে মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Leave a Reply

%d bloggers like this: