অজানা জ্বরের প্রকোপে ভর্তি শতাধিক
HnExpress নিজস্ব প্রতিনিধি, দক্ষিন দিনাজপুরঃ বুনিয়াদপুর বংশীহারি ব্লকের বিভি এলাকা থেকে পতিদিন গড়ে জ্বর নিয়ে ভর্তি হচ্ছে, এখন জ্বরের রোগীর সংখ্যা বেড়ে ভর্তি হয়েছে শতাধিক জন। এই ব্লকের বিভিম্ন এলাকা থেকে এই ভাইরাল জ্বরে ভর্তি হয়েছে, রসিদপুর হাসপাতালে মহিলা পুরুষ সব মিলে বেডের সংখ্যা ৩০।
এই হাসপাতালে একই বেডে ২ জন করে রয়েছে এবং বারান্দার মধ্যে নিচে রয়েছে আরও অনেক জ্বরের রুগীরা । এই ব্লকে সব থেকে জ্বরের সংখা বেশি, তার মধ্যে মহিলা পুরুষ সহ শিশুরাও রয়েছে , রসিদপুর গ্রামিন হাসপাতালের বহির্বিভাগে জ্বরের জন্য ভিড় উপচে পড়ছে এই হাসপাতালে জ্বর, ম্যালেরিয়ায় ভর্তি হচ্ছে প্রচুর রুগি।
এই হাসপাতালের ডাক্তার বাবুদের সাথে ফোনে যোগাযোগ করলে জানান আমাদের এই রুরাল হসপিটালে বেডের সংখ্যা খুব কম, কিন্তু প্রতিদিন জ্বরের জন্য বহু দুরদুরান্ত থেকে মানুষ থেকে শুরু করে শিশুরাও ভর্তি হচ্ছে এই জ্বরে আমরা খুব চেষ্টা করছে, জাহাতে এই জ্বর সারান যায়। এই ব্লকের বিভিন্য গ্রাম থেকে আসছে আমাদের হাসপাতালে ,এমনিতেই জায়গার একটা সমশ্যা ,সেই কারনেই জ্বরের সংখ্যা যদি বেরে যায় তাহলে আমরা রেফার করে দিব বলে জানান।